.

.

Payza/Alertpay থেকে বাংলাদেশে টাকা তোলার ১০০% নিশ্চিত পদ্বতি।

Payza/Alertpay হচ্ছে এক ধরনের অনলাইন ব্যাংকিং সিস্টেম। সেকেন্ডের ভিতরে আপনার অর্থকে ট্রান্সফার করে দিতে পারে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে Payza/Alertpay ব্যবহার করে আপনার যেকোন চাহিদা পূরন করতে Payza/Alertpay তে একটি একাউন্ট এর কোন বিকল্প নেই। Alertpay এখন payza নামে। মানে হচ্ছে এখন থেকে আর Alertpay থাকবে না এটি হয়ে যাবে payza নামে পরিচিত। যেকোন সাইট থেকে টাকা উপাজর্ন করা হোক না কেন, টাকা উত্তোলনের ক্ষেত্রে কিন্তু একটি ভাল মানের পদ্ধিত অবলম্বন করা দরকার। সকস্ত বিশ্বে গ্রহনযোগ্য এবং টাকা ট্রান্সফার প্রক্রিয়া সহজসাধ্য হিসেবে পরিচিত একটি সাইট হচ্ছে alertpay।যারা চেকের মাধ্যমেও টাকা ট্রান্সফার করে আপনাকে সাহায্য করতে পারে। পাশাপাশি আপনি এ সাইটের মাধ্যমে ইন্টারনেট থেকে কেনাকাটাও করতে পারবেন। যাহোক সাইটটির রেজিষ্ট্রেশন যেহেতু ফ্রি তো একটি একাউন্ট খুলে রাখতে পারেন।আজ না হোক কাল কখনো কাজে লাগতেও পারে।এখানে আমি একটি এলার্টপে একাউন্ট থেকে অন্য এলার্টপে একাউন্টে ব্যালেন্স ট্রান্সফারের প্রক্রিয়াটি উপস্থাপন করব।মাইক্রোজব সাইট ছাড়াও বিভিন্ন অনলাইন ইনভেস্টমেন্ট আর পিটিস সাইট থেকে এলার্টপের মাধ্যমে ডলার পাওয়া যায়। কিন্তু সেই ডলার থেকে টাকা পাবেন কিভাবে??? এ সম্পর্কিত বিভিন্ন পদ্ধতি নিয়ে আমি নিচে আলোচনা করার চেষ্টা করছি।


১। ব্যাংক একাউন্টের মাধ্যমে

বড় এমাউন্ট হলে আপনি ব্যাংকের মাধ্যমে সহজেই আপনার ডলারের বিনিময়ে টাকা পেয়ে যাবেন। কিন্তু ব্যাংক ফি বাবদ আপনাকে গুনতে হবে বেশ কিছু টাকা। এজন্য অনেক ফ্রিলান্সাররা এটি ব্যবহার করেনতারজন্য আপনাকে ব্যাংক একাউন্ট ভেরিফাই করতে হবে।সমস্যা একটাই আপনাকে অনেক বেশি টাকা গুনতে হবে।সম্য় লাগবে ৪-৫দিন কমপক্ষে।

২। অন্য জনের কাছে বিক্রি করে হাতে হাতে/ব্যাংক একাউন্টের/বিকাশ মাধ্যমেঃ

এক্ষেত্রে আপনাকে এমন একজনকে খুজে বরে করতে হবে যার ডলার প্রয়োজন। তারপর তারসাথে যোগাযোগ করে ডলারের রেট ঠিক করে তার কাছ থেকে টাকা নিয়ে ডলার দিতে হবে/ডলার দিয়ে টাকা নিতে হবে। কিন্তু এখানে একটু রিস্কি হয়ে যায় আপনি যদি ঢাকার বাইরে থাকেন বা বড় কোন শহরে না থাকেন। কারণ অনেক ক্ষেত্রের প্রতারণার শিকার হতে হয়। তবে ভাল ব্যক্তির সাথে লেনদেন করতে পারলে কোন সমস্যা নেইফেসবুক এ বিভিন্ন পেজ ও গ্রুপ আছে।কিন্তু অনেক ক্ষেত্রের প্রতারণার শিকার হতে হয়।

আপনি চাইলে আমদের পেইজগ্রুপে যোগ দিতে পারেন।পুরাটা এডমিন নিয়ন্ত্রিত।আপনি চাইলে নিজেও রিস্ক নিয়ে লেনদেন করতে পারেন।আর সমস্যা হলে আডমিনের সাহায্য নিন।আমদের গ্রুপে যেখানে নানা জন এড দিচ্ছে বাই সেলের।আপনিও দিতে পারেন।কেঊ সাড়া দিলে আপনি লেনদেনের আগে এডমিন কে মেসেজ করে তার মাধ্যমে লেনদেন করলে আপনি ১০০% প্রতারণার শিকার হতে  বাচবেন।আপনি এখানে ব্যাংক থেকে বেশি রেটে সেল দিতে পারবেন।বড় বড় এমাউন্ট যেমন ৫০-১০০০ ডলার হলে কোন সমস্যা ছাড়াই এই দুটি উপায়ে আপনি ডলার ভাঙ্গাতে পারবেন।



যারা এলার্টপে থেকে সরাসরি টাকা না তুলে ডলার বিক্রি করে দেয়, তারা কিভাবে ডলার ট্রান্সফার করবে ।এখানে আমি একটি এলার্টপে একাউন্ট থেকে অন্য এলার্টপে একাউন্টে ব্যালেন্স ট্রান্সফারের প্রক্রিয়াটি উপস্থাপন করব।


1.   লগইন করে এলার্টপে সাইটে প্রবেশ করুন। এখানে আপনার জমকৃত ডলার দেখতে পাবেন।

2.   উপরের বাটন থেকে send money বাটনে ক্লিক করুন।

৩.   মাত্র তিনটি ধাপ পূরন করলেই আপনার কাজ শেষ কাকে পাঠাবেন, কত পাঠাবেন, কেন পাঠাবেন এই তথ্যগুলো দিয়ে খালি ঘরগুলো পূর্ন করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন
এরপর confirm এবং complete এই দুটি ধাপ খুব সহজেই আপনি সম্পাদন করতে পারবেন। এখন একটি করে ইমেইল ব্যালেন্স গ্রহনকারী এবং আপনার কাছে আসবে যা আপনাদের দুজনকেই ব্যালেন্স ট্রান্সফারের বিষয়টি নিশ্চত করবে


1 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

 

© 2016 Trusted Dollar Buy Sell Bangladesh. All rights resevered by BD Online Dollar Buy Sell

Back To Top